सुदर्शन के राष्ट्रवादी पत्रकारिता को आर्थिक सहयोग करे

Donation

Modi And Shah In Bengal: অমিত শাহ আসছেন, উচ্চমাধ্যমিক মিটলেই বাংলায় মোদী

Modi And Shah In Bengal: এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 16 ফেব্রুয়ারি থেকে. শেষ হবে 29 ফেব্রুয়ারি. 16 ফেব্রুয়ারি প্রথম ভাষা পরীক্ষা.দ্বিতীয় ভাষার পরীক্ষা ১৯ ফেব্রুয়ারি.

Sangita Jha
  • Feb 11 2024 3:10PM

Modi And Shah In Bengal: উচ্চমাধ্যমিক শেষ করেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি. সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের উদ্বোধন ও জনসভা করবেন তিনি। সামনে লোকসভা ভোট. সলতে পাকানোর কাজও প্রায় শেষ. এটা বলার অপেক্ষা রাখে না যে মোদি বাংলায় এলে পদ্ম শিবির আবার অক্সিজেনে মিশে যাবে. প্রসঙ্গত, এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১৬ ফেব্রুয়ারি থেকে. শেষ হবে ২৯ ফেব্রুয়ারি. শেষ হবে ২৯ ফেব্রুয়ারি. ১৬ ফেব্রুয়ারি রয়েছে প্রথম ভাষার পরীক্ষা. ১৯ ফেব্রুয়ারি রয়েছে দ্বিতীয় ভাষার পরীক্ষা.

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও আসছেন

তবে শুধু যে মোদি বাংলায় আসছেন তা নয়. পদ্ম শিবিরের সেকেন্ড ইন কমান্ড এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও আসছেন. ২৯ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন অমিত শাহ. সূত্রের খবর, কলকাতা কৃষ্ণনগর সহ বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি রয়েছে.

ডিজি-র পাশাপাশি জেলা ম্যাজিস্ট্রেটদের সঙ্গে বৈঠক 4-6 মার্চ

প্রসঙ্গত, 2019 সালের লোকসভা নির্বাচন 10 মার্চ ঘোষণা করা হয়েছিল. সূত্রের মতে, জাতীয় নির্বাচন কমিশন মার্চের দ্বিতীয় সপ্তাহে লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করবে. এবার বাংলার দিকে বিশেষ নজর দিচ্ছে নির্বাচন কমিশন. কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ 4 মার্চ রাজ্যে আসছে. মুখ্যসচিব, ডিজি-র পাশাপাশি জেলা ম্যাজিস্ট্রেটদের সঙ্গে বৈঠক রয়েছে. 4-6 মার্চ, কমিশনের আধিকারিকরা রাজ্যের নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখবেন. ডেপুটি ইলেকশন কমিশনার নীতেশ কুমার ব্যাসকে বাংলার দায়িত্ব দেওয়া হয়েছে.

सहयोग करें

हम देशहित के मुद्दों को आप लोगों के सामने मजबूती से रखते हैं। जिसके कारण विरोधी और देश द्रोही ताकत हमें और हमारे संस्थान को आर्थिक हानी पहुँचाने में लगे रहते हैं। देश विरोधी ताकतों से लड़ने के लिए हमारे हाथ को मजबूत करें। ज्यादा से ज्यादा आर्थिक सहयोग करें।
Pay

ताज़ा खबरों की अपडेट अपने मोबाइल पर पाने के लिए डाउनलोड करे सुदर्शन न्यूज़ का मोबाइल एप्प

Comments

संबंधि‍त ख़बरें

ताजा समाचार